আগামী মাসে ঢাকায় আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ৭ থেকে ৯ মার্চ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড কাসাউবোন। ঢাকার পক্ষ থেকে এ প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে।

মঙ্গলবার মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস লোফতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি তুললে স্বাগত জানান মোমেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এ সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে। ২০২৩ সালে ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দেয়ায় মেক্সিকো সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসায়ী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সফর এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। একই সময়ে মেক্সিকো ছাড়াও বাংলাদেশে নবনিযুক্ত আরও তিন অনাবাসিক রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরা হলেন- কিউবার অনাবাসিক রাষ্ট্রদূত আলেজান্দ্রো সিমানসাস ম্যারিন, সার্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত সিনিসা প্যাভিক ও কিংডম অব এসওয়াতিনির অনাবাসিক হাই-কমিশনার মেনজি শিফো ডিলামিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, তাদের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও এই আস্থাভাজন দেশগুলোর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন দিগন্তের সূচনা হবে।