রবিনহুড সোসাইটির মানববন্ধন

প্রাণী অধিকার রক্ষা ও আইন সংশোধনের দাবি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রতিনিয়ত নানা কৌশলে পশু-প্রাণীকে নির্যাতন করা হচ্ছে। এখনো অনেকেই এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করতে নারাজ। আবার এসব অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হচ্ছে না। কারণ, প্রাণীর প্রতি সহিংসতা রোধে বাংলাদেশে প্রচলিত আইন যথেষ্ট নয়। গতকাল বুধবার প্রাণী অধিকার রক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। মানববন্ধনটি করেছে রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার সোসাইটি। এ সময় অনেক পশু-প্রাণী প্রেমীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সোসাইটির চেয়ারম্যান আফজাল খান বলেন, প্রায় প্রতিদিন ঢাকা শহরে বিভিন্ন এলাকায় পশু-প্রাণীর ওপর নির্যাতন করা হয়। মানুষ সব সময় বিনা কারণে তাদের লাথি মারে, ইট মারে, গরম তেল ও পানি মারে, চোখ উঠিয়ে ফেলে, এছাড়া ধারালো অস্ত্র দিয়েও আঘাত করে। এমনকি কিছু অসুস্থ মানুষের দ্বারা ধর্ষণেরও শিকার হয় পশু-প্রাণী। তিনি আরও বলেন, এসব অপরাধ রোধে দেশের প্রচলিত ‘প্রাণী কল্যাণ আইন’ যথার্থ নয়। আইনে অনেক ফাঁক রয়েছে। এ আইনে প্রাণীদের ওপর অনেক ধরনের নির্যাতন অপরাধ হিসেবে ধরা হয়নি, যার সংশোধন প্রয়োজন। প্রাণী রক্ষায় শক্ত আইন হওয়া দরকার উল্লেখ করে আফজাল খান বলেন, যদি বিনা কারণে কোনো প্রাণীকে হত্যা বা আঘাত করে ও ধর্ষণ করে, অবশ্যই এর জন্য শক্ত আইন হওয়া উচিত।