ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গার্মেন্ট শ্রমিকদের বেতন ২৩ হাজার টাকা করার দাবি

গার্মেন্ট শ্রমিকদের বেতন ২৩ হাজার টাকা করার দাবি

ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমিরুল হক আমিন বলেছেন, ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাব ও শ্রম মন্ত্রণালয়ের সামনে আমরা ঐক্যবদ্ধ হব। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে গার্মেন্টস শিল্প শ্রকিকদের মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলন করে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) ও আইবিসি। সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমিরুল হক আমিন বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করতে হবে। এর মধ্যে বেসিক বেতন ৬৫ শতাংশর ওপর হতে হবে। বার্ষিক ইনক্রিমেন্ট হতে হবে ১০ শতাংশ। আগে গ্রেড ছিল সাতটি, এতে শ্রমিকরা নানাভাবে বিভ্রান্ত হয় এবং মালিকরা শ্রমিকদের ঠকানোর অপকৌশল নেয়। তাই গ্রেড পাঁচটি করতে হবে। আমাদের এই দাবি আদায়ের শক্তি আছে কি না- সেটা প্রমাণ করবো ৫ ফেব্রুয়ারি। ওই দিন আমরা শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব। তার আগে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবো। আজ থেকেই আইবিসি ও জি-স্কপ আন্দোলনের জন্য মাঠে নামল। আইবিসির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, আমরা আজ শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার করার ঘোষণা চেয়ে এখানে একত্রিত হয়েছি। আমরা মনে করি, আমাদের নির্ধারিত মজুরি যুক্তিসঙ্গত। আমরা আগামীতে এ নিয়ে মাঠে নামবো, সংগ্রাম করবো। আশা করি, সরকার এবং মালিকপক্ষ আমাদের এই দাবিকে যুক্তিসংগত মনে করে মেনে নেবে। দাবি মেনে নিয়ে মজুরি বোর্ড গঠন করবে। যারা শ্রমিকদের ব্যথা-বেদনার কথা বুঝবে তাদের কমিটিতে রাখবে। আমিরুল হক আমিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন আইবিসির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ, জি-স্কপর যুগ্ম সমন্বয়ক আব্দুল ওয়াহেদ, কামরুল আহসানসহ আরও অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত