পাঠ্যবই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : দীপু মনি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে তথ্য পাঠ্যবইয়ে নেই, সেই তথ্য আছে বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে ও অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যাচারকে কখনোই প্রশ্রয় দেয়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি ভুল থাকে আমরা সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে তা সংশোধন করবো। ভুল যেখানে যেখানে দেখা গেছে- আমরা ইতোমধ্যে তা সংশোধন করেছি। কেউ অপপ্রচার এবং গুজবে কান দেবেন না। যারা অপপ্রচার চালাচ্ছে- তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করব। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ৫১তম শীতকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমের কার্যক্রম চালু হয়েছে। সেই শিক্ষাক্রমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা, মূল্যবোধ সম্পর্কে শিখতে পারবে। আমাদের লক্ষ্য হলো- আমাদের শিক্ষার্থীরা দক্ষ, যোগ্য ও সৃজনশীল মানুষ হবে। সেজন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে খেলাধুলার বিরাট ভূমিকা রয়েছে।