ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রাইভেটকারে ফেনসিডিল পাচার

প্রাইভেটকারে ফেনসিডিল পাচার

যাত্রী পরিবহনের নামে প্রাইভেটকারের মাধ্যমে ফেনসিডিল পাচারকালে শীর্ষ মাদক কারবারি মো. সোহেল রানাকে আটক করেছে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। র?্যাব-৩ জানায়, আটকের সময় প্রাইভেটকার থেকে ৫৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারসহ মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে র?্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক কারবারি মো. সোহেল রানাকে গত বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ কাপ্তানবাজার থেকে আটক করা হয়েছে। রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র?্যাবকে জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নারায়ণগঞ্জে ফেনসিডিলের চালানটি পৌঁছে দেয়ার জন্য এক ব্যক্তির সঙ্গে চুক্তি হয় রানার। সেই চুক্তি অনুযায়ী গতকাল রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে কুমিল্লার উদ্দেশে ফেনসিডিলের চালান আনার জন্য তার প্রাইভেটকারটি নিয়ে রওনা করে। পরে কুমিল্লায় পৌঁছানোর পর চৌদ্দগ্রাম এলাকার ডিলারের কাছ থেকে ফেনসিডিল নিয়ে সেগুলো বস্তার ভেতরে নিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালার মধ্যে বিশেষ কায়দায় লোড করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত