ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আলোচনায়

১৯৭১ সালের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ ঘোষণার দাবি

১৯৭১ সালের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ ঘোষণার দাবি

বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর দ্বারা সংঘঠিত হত্যাযজ্ঞকে ‘জেনোসাইট/গণহত্যা’ ঘোষণার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। গত বুধবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সদ্য নির্মিত ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠানে এ দাবি করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইট স্টাডিজের পরিচালক, অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান এবং বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

আলোচকগণ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘঠিত হত্যাকাণ্ড ছিল নির্মম ও ভয়াবহ। এখানে ৩০ লাখ মানুষকে মেরে ফেলা হয়েছে, ৫ থেকে ৬ লাখ নারীর সম্ভ্রম লুটে নেয়া হয়েছে, ১ কোটির বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। কাছাকাছি ধরনের ঘটনা বসনিয়া, রুয়ান্ডাতে ঘটছে যেগুলো জাতিসংঘের দ্বারা ‘জেনোসাইট’ এর স্বীকৃতি পেয়েছে। কিন্তু বাংলাদেশে ১৯৭১ সালে সে তুলনায় অনেক বেশি অপরাধ সংঘটিত হলেও তা এখনো সেই স্বীকৃতি পায়নি। তাই বক্তারা, জাতিসংঘের কাছে ‘জেনোসাইট’ স্বীকৃতির দাবি করেন। এবং এই স্বীকৃতি আদায়ের জন্য আরও বেশি গবেষণা ও লেখালেখির মাধ্যমে সোচ্চার হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইট’ এবং ‘জনযুদ্ধ৭১’ এর প্রদর্শন করা হয়। এছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত