বিআরটিএ
জানুয়ারিতে ২৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায়
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের জানুয়ারি মাসে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন আইন ২০১৮-এ অন্যান্য আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭২২টি মামলায় এসব জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে দুজনকে কারাদণ্ড ও ১৫টি গাড়িকে ডাম্পিং করা হয়। সম্প্রতি বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সই করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানুয়ারি মাসে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোট ৯৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ (আদালত-২) মোট ২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩০টি মামলায় ৮ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। একইসঙ্গে ১৪টি গাড়ি ডাম্পিং করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম (আদালত-৫) মোট ২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫৩টি মামলায় ৯ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।