ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ

জাল অ্যাডমিট কার্ড তৈরির অপরাধে গ্রেপ্তার তিন

জাল অ্যাডমিট কার্ড তৈরির অপরাধে গ্রেপ্তার তিন

সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের জাল অ্যাডমিট কার্ড তৈরি করার অপরাধে ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত রোববার দুপুরের দিকে পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল রিক্রুমেন্টের বাছাইয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো- সিরাজগঞ্জে সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত হজরত আলী মন্ডলের ছেলে আব্দুস সাত্তার মন্ডল, তার ছেলে আতাউর রহমান মন্ডল ও মৃত জহুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বী। ওসি (ডিবি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের অ্যাডমিট কার্ডের ওপরের সিল স্ক্যান করে তুলে ফেলে নতুন অ্যাডমিট কার্ড তৈরি করে ৫০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টের সময় বিষয়টি ধরা পড়ার পর পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম’র (বার) দিক নির্দেশনায় ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত