ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিজেএম আদালতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন করা হবে

সিজেএম আদালতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন করা হবে

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে তদন্ত কমিটি গঠন করবে ফায়ার সার্ভিস। গতকাল গতকাল মঙ্গলবার দুপুর ১টা ১৬ মিনিটে আগুন লাগে। এরপর ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম।

তিনি বলেন, আমরা দুপুর ১টা ১৫ মিনিটে খবর পাই ঢাকা চিফ জুডিশিয়াল আদালতের বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১টা ২৭ মিনিটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট এসে কাজ শুরু করে ২টা ১২ মিনিটে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য আমরা তিন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত