ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বায়ুদূষণবিরোধী অভিযানে ২১ যানবাহন ও ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বায়ুদূষণবিরোধী অভিযানে ২১ যানবাহন ও ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বায়ুদূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে বায়ুদূষণের দায়ে ঢাকায় ২১টি যানবাহনকে ৩৪ হাজার ৩০০ টাকা এবং ১৫টি প্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসন ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানার অর্থ আদায় করা হয়।

নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মোহাম্মদপুর এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে মোট ৭ হাজার টাকা, যাত্রাবাড়ী এলাকায় তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা এবং শ্যামপুর এলাকায় ১০টি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে যানবাহনের কালোধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণের দায়ে ধানমন্ডি এলাকায় ৯টি যানবাহন থেকে মোট ১৪ হাজার ৮০০ টাকা এবং শেরেবাংলা নগর এলাকায় ১২টি যানবাহন থেকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত