ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জলবায়ু অভিযোজনের মতো শব্দদূষণ বন্ধে কাজ করতে হবে

জলবায়ু অভিযোজনের মতো শব্দদূষণ বন্ধে কাজ করতে হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন বলেছেন, শব্দদূষণের প্রত্যক্ষ শিকার সাধারণ জনগণ। এজন্য আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কারণ শব্দদূষণ একটি নীরব ঘাতক। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এটি নিয়ে কাজ করছে, বিষয়টি ইতিবাচক। জলবায়ু অভিযোজনের জন্য আমারা যেভাবে কাজ করছি ঠিক একইভাবে শব্দদূষণ নিয়ে কাজ করতে হবে।

গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় গুরুত্বপূর্ণ অংশীদারদের নিয়ে একটি সচেতনতামূলক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। খোদেজা নাসরিন আক্তার হোসেন বলেন, শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়, জেলা এবং বিভাগীয় পর্যায়ে কাজ করতে হবে। শব্দদূষণ কারা করছে তা নির্ণয় করে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারি। শব্দদূষণের করাল গ্রাস থেকে যেন জাতি মুক্ত হতে পারে সেজন্য জাতীয় সংসদে তা উত্থাপন করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করব।স্থপতি মোহাম্মদ আলী নকী বলেন, শব্দ একটি আঘাত সৃষ্ট বাস্তব ঢেউ, এই ঢেউ অসহনীয় পর্যায়ে গেলে তা শব্দদূষণে পরিণত হয়। এই ঢেউয়ের ভেতর একজন মানুষ কত সময় বা কতদিন ধরে অবস্থান করছে তা গুরুত্বপূর্ণ। এটির উপর নির্ভর করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কতটা বেশি। শব্দদূষণ রোধে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত