ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন

পীর কেবলা হযরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৩ দিনব্যাপী ওরছ শরীফের আজ দ্বিতীয় দিন

পীর কেবলা হযরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৩ দিনব্যাপী ওরছ শরীফের আজ দ্বিতীয় দিন

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ সুফী আলহাজ¦ খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর তিন দিনব্যাপী ৫৯তম ওরছ শরীফের প্রথম দিন গতকাল (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। পাক রওজা শরীফে তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে (গতকাল) বাদ ফজর হইতে সকাল ৯টা পর্যন্ত পাক ওরজা শরীফে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ ডা. মো. খলিলুল্লাহ (ঢাকা) কোরআন শরীফ খতম হাফেজ মো. হাবিবুর রহমান, কোরআন তেলওয়াত হাফেজ মো. শাহাদাৎ হোসেন, মিলাদ শরীফ, ফাতেহা পাঠ, হাম্দ, নাত-এ-রসুল, মুর্শিদি পাঠ করেন হাফেজ হাবিবুর রহমান, ফিরোজ আলম, আলহাজ নেছার আহম্মেদ চৌধুরী (উত্তর খান আহ্ছানিয়া মিশন), মো. আমিরুল ইসলাম (ঢাকা আহ্ছানিয়া মিশন), মো. রফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম। ভক্তের পত্র থেকে পাঠ করেন আলহাজ মো. সাঈদুর রহমান কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন)। গফুর শাহ (র.) এর জিবনাদর্শ আলোচনা করেন আলহাজ্জ ড. কাজী এহছানুর রহমান (নির্বাহী সদস্য ঢাকা আহ্ছানিয়া মিশন) বক্তব্য দেন মো. মনিরুল ইসলাম (পরিচালক খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট), সেজরা শরীফ পাঠ ও মোনাজাত করেন আলহাজ্জ হাফেজ মো. শামসুল হুদা। পরে রওজা শরীফে দ্বিতীয় পর্বে ৯.৩০ থেকে ১১টা পর্যন্ত অনুুষ্ঠিত বেছাল শরীফে সভাপতিত্ব করে আলহাজ্জ চৌধুরী রাশেদ আহম্মেদ (চট্টগ্রাম আহ্ছানিয়া মিশন)। অনুষ্ঠানে হাম্দ নাতে রসুল মুর্শিদি, ভক্তের পত্র থেকে পাঠ করা হয়, কেয়াম পাঠ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মওলানা মুফতি আমিনুর রহমান। পরে দুপুর ১২টায় ও বাদ আছর পাক রওজা শরীফে চাদর পেশ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাক রওজা শরীফ প্রাঙ্গণে মাহফিল ময়দানে বাদ আছর থেকে ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে নবী রাসুল (স.), ওলী আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে বক্তব্য দেন। পবিত্র ওরছ শরীফ উপলক্ষ্যে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত আশেকান নলতা শরীফে হাজির হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত