ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

র‍্যাংগ্‌স গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আকতার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ

র‍্যাংগ্‌স গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আকতার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ

র‍্যাংগ্‌স গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকতার হোসেন স্মরণে বাংলামোটর, ঢাকায় অবস্থিথ র‍্যাংগ্‌সের হেড অফিসে স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। আকতার হোসেন ১১ ফেব্রুয়ারি ২০২২, রোজ শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় অবস্থিত তার নিজ গ্রাম খাওখীরে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছিল। আকতার হোসেন বাংলাদেশের ব্যবসার জগতে একজন অগ্রদূত হিসেবে পরিচিত। তিনি ১৯৮৪ সালে র‍্যাংগ্স ইলেক্ট্রনিক্স লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা সনি-র‍্যাংগ্‌স নামে বহুলভাবে পরিচিত। তার ব্যবসায়িক গন্ডিকে আরো প্রসারিত করেছেন মোটরবাইক, কার, ফার্মাসিউটিক্যালস, পেট্রো কেমিক্যালস, কার্গো শিপিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তিনি র‍্যাংগ্‌স ইলেক্ট্রনিক্স লি.; ফার্মাশিয়া লি.; হোয়াইট প্রোডাক্টস ইলেক্ট্রনিক্স লি.; হোসেন ট্রেডিং কোম্পানি লি.; আরইএল মোটরস লি.; আরইএল পেট্রো কেমিক্যালস লি.; স্কাইবাংলা এভিয়েশন লি.; শার্প ট্রাভেলস লি.; এর চেয়ারম্যান ও টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান ছিলেন। এছাড়াও অনুপ্রেরণা হিসেবে রয়েছিলেন ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লি.; ফেইস মি লি.; ফার্স্ট ইম্পেরিয়াল বাংলাদেশ লি.; ইসলাম ব্রাদার্স কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথে। পরিবার-পরিজন, আত্মীয়-বন্ধুসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান; ব্যাংক ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আগত অতিথি, স্টেকহোল্ডার, র‍্যাংগ্‌স গ্রুপ অব কোম্পানিজের সব সহ-প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রেস ও মিডিয়ার সাংবাদিকরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের ব্যবসার জগতে একজন অগ্রদূত হিসেবে পরিচিত মরহুম আকতার হোসেন তার উজ্জীবনী নেতৃত্ব, উদার হৃদয় ও বরেণ্য ব্যক্তিত্বের জন্য আমাদের মাঝে বেঁচে থাকবেন হাজার বছর ধরে। র‍্যাংগ্‌স পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত