সৌদিতে ৫৮ দেশের হজযাত্রীদের জন্য ই-সেবা চালু

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

হজের আবেদনসহ সংশ্লিষ্ট সব কাজ সহজ করার জন্য আমেরিকা, ইউরোপের ৫৮টি দেশের হজযাত্রীদের জন্য ই-প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ মৌসুমের প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে সরকারের প্রাথমিক প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার হজযাত্রীদের জন্য এই প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা দেয়া হয়েছে। গত ৮ জানুয়ারি থেকে ‘নুসুক হজ’ নামের প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়। ই-প্ল্যাটফর্মের মাধ্যমে হজের আবেদন, বুকিং ও ই-পেমেন্ট করা যাবে। তাছাড়া হজের প্যাকেজ নির্বাচনসহ আবাসন, ফ্লাইট ও পরিবহনের মতো হজের গুরুত্বপূর্ণ পরিষেবাও পাওয়া যাবে।

যেসব দেশের হজযাত্রীরা এই সেবায় যুক্ত হচ্ছেন, সেসব দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ব্রাজিল, স্পেন, কানাডা, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, আর্জেন্টিনা, গ্রিস, জর্জিয়া, সুইজারল্যান্ড, সাইপ্রাস, ডেনমার্ক, ভেনিজুয়েলা, ইউক্রেন, নরওয়ে, ত্রিনিদাদ ও টোবাগো, ফিনল্যান্ড, কলম্বিয়া, আয়ারল্যান্ড, রোমানিয়া, ক্রোয়েশিয়া, নিউজিল্যান্ড, সার্বিয়া, পর্তুগাল, পোল্যান্ড, হাঙ্গেরি, পানামা, মেক্সিকো, চিলি, পেরু, কিউবা, গুয়াতেমালা, উরুগুয়ে ও নিকারাগুয়া। এ বছর থেকে হজযাত্রীদের সংখ্যার সীমাবদ্ধতা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। চলতি বছর ২০ লাখ হজযাত্রীকে বরণ করতে তারা প্রস্তুতি নিচ্ছে। করোনা মহামারির আগের বছর ২০১৯ সালে ২৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করেছেন। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে কঠোর বিধি-নিষেধ অনুসরণ করে হজ পালন করেছেন সৌদিতে বসবাসরত সীমিতসংখ্যক লোক। এরপর ২০২২ সালে করোনাবিধি মেনে বিশ্বের ১০ লাখ লোক হজ পালন করেন। ২০২৩ সালের ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।