ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

একবার ধর বললে চৌদ্দগোষ্ঠী বাড়িতে থাকতে পারবে না

বললেন শামীম ওসমান
একবার ধর বললে চৌদ্দগোষ্ঠী বাড়িতে থাকতে পারবে না

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপির ভাই কিংবা অন্য যারা আছে দলে সবাইকে বলব- মারামারি, কাটাকাটি আমার দরকার নেই। আসেন সবাই মিলে কাজ করি। নারায়ণগঞ্জকে সুন্দর করি। নারায়ণগঞ্জের উন্নতি করি। আর যদি মারামারি করেন, আমরাও তো মানুষ। আমাদের যদি একবার অতীতের কথা মনে পড়ে যায়, যেভাবে আমাদের ঘরে ঘরে ঢুকে মারছেন, বাড়িঘরে হামলা করছেন, আবার এখন এত বড়াবাড়ি করে কথা বলছেন; একবার যদি মনে পড়ে যায় তাহলে পুলিশ-পালিশ বাদ দেন, সব আমি জানি আমার কতটুকু ক্ষমতা। যদি একবার বলি ধর, তাহলে আপনাদের চৌদ্দগোষ্ঠী কেউ থাকতে পারবে না এ দেশে। আমি জানি কিন্তু। বয়স হয়েছে ধৈর্য বাড়ছে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি বিচার করার মালিক আল্লাহ। গতকাল শনিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সারাদেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত