ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী

বললেন কামরুল ইসলাম
মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মিথ্যাচার করে একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে। তারাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। যারা দেশকে ধ্বংস করতে চায়। তাদের প্রতিহত করতে হবে। গতকাল শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপার্ক করে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান। নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে না পারে, সেজন্য অপচেষ্টা চালিয়েছিলেন তিনি। কিন্তু যারা দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তাদের ঘৃণা করতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা দেশকে ধ্বংস করতে চায়; তাদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। অতীতের কোনো সরকার শিক্ষা নিয়ে ভাবেনি। সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে বই তুলে দিচ্ছে শিক্ষার্থীদের হাতে। তথ্যপ্রযুক্তির বিষয়টি অন্য কোনো সরকার চিন্তাও করেনি। কিন্তু বর্তমান সরকার করেছে। তথ্যপ্রযুক্তির সব সুবিধা শিক্ষার্থীরা পাচ্ছে। সাবেক আইনমন্ত্রী বলেন, উন্নত দেশ হবে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত