ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

আধুনিক ৯০ ভাগ ওষুধের মূল উপাদান প্রকৃতি

আধুনিক ৯০ ভাগ ওষুধের মূল উপাদান প্রকৃতি

বর্তমান বিশ্বে ব্যবহৃত ৯০ শতাংশ ওষুধের মূল উপাদান প্রাকৃতিক উৎস থেকে পাওয়া। এর মধ্যে আছে গাছগাছড়া, জীবজন্তু ও খনিজ পদার্থ। সনাতন চিকিৎসাবিদ্যার চর্চা যারা করছেন, তাদের কাছে প্রাকৃতিক উপাদানে তৈরি ওষুধের মান নিয়ে বৈজ্ঞানিক তথ্য কম পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওষুধবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শনিবার সকালের একটি অধিবেশনে দিল্লির জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহমেদ এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদ ও ফার্মাসি বিভাগ যৌথভাবে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। সৈয়দ আহমেদ বলেন, সনাতন চিকিৎসার বিষয়ের দায়িত্বে আছে ভারত সরকারে আয়ুস মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৫ লাখ সনাতন চিকিৎসক আছেন। তারা আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথির চর্চা করেন। তবে অনেক সনাতন চিকিৎসক রোগীকে যে ওষুধ ব্যবহারের পরামর্শ দেন, সেই ওষুধের মান সম্পর্কে সঠিক ধারণা রাখেন না। এটাই আধুনিক ও সনাতন ওষুধ ব্যবহারকারীদের মধ্যে একটি বড় পার্থক্য। উদাহরণ হিসেবে ভারতের এই সনাতন চিকিৎসা বিশেষজ্ঞ বলেন, বাজারে একই সঙ্গে প্যারাসিটামল ও অশ্বগন্ধা বিক্রি হয় বা কিনতে পাওয়া যায়। দুটি ওষুধ একই কাজে ব্যবহৃত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত