রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময়

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. শাহ্ আজম সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রবির ভিসির সভাকক্ষে গত রোববার সন্ধ্যায় এ মতবিনিময় সভা করা হয়। এ সভায় ভিসি বলেন, শাহজাদপুরে সমৃদ্ধ সাংস্কৃতিক ধারা আছে। এখানে বাঙালি সংস্কৃতি রক্ষায় সংস্কৃতিকর্মীরা যেভাবে অবদান রেখেছেন তা স্মরণীয়। এ ধারা রক্ষায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় খুবই আন্তরিক। সংস্কৃতিকর্মীরা স্বৈরাচারবিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা নির্মাণ এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লড়াইকে এগিয়ে নিতে হবে। এজন্য সংস্কৃতিকর্মীদের অগ্রগামী ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। সম্প্রতি কমে যাচ্ছে এ নিঃস্বার্থ সংস্কৃতিচর্চা। এই চর্চা বাড়ানো উচিত এবং এ চর্চা বাড়ানোর ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণা প্রয়োজন। সেক্ষেত্রে রবি তার জায়গা থেকে এ পৃষ্ঠপোষণা দিতে কার্পণ্য করবে না। সাংস্কৃতিক ঐতিহ্যগুলো রক্ষায় কাজ করতে চাই। তাঁত ও মৃত্তিকা শিল্প রক্ষায় সহযোগিতার হাত বাড়াতে চাই। এখানকার তাঁতিদের জন্য ডিজিটাল নকশা তৈরির প্রযুক্তিগত সহায়তা দেয়া হবে। এ মতবিনিময় সভায় রবির শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, শিক্ষক, কর্মকর্তা এবং জেলা-উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।