বায়ুদূষণে ২০ যানবাহন ও ছয় প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বায়ুদূষণের দায়ে ঢাকায় ২০টি যানবাহনকে ৪৬ হাজার ৫০০ টাকা এবং ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এই জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ঢাকা মহানগরের ধানমন্ডি, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরর, ঢাকা মহানগর কার্যালয়ের সহযোগিতায় মিরপুর বেড়িবাঁধ এলাকায় মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্টে নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে সিডিসি রেডিমিক্সকে ১ লাখ টাকা এবং করিম এসফল্টকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে টিকাটুলি এলাকায় মোবাইল কোর্টে যানবাহনের কালোধোঁয়া দিয়ে বায়ুদূষণের দায়ে সাতটি যানবাহন থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শেরেবাংলা নগর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর নেতৃত্বে মোবাইল কোর্টে যানবাহনের কালোধোঁয়ায় বায়ুদূষণের দায়ে ১৩টি যানবাহন থেকে মোট ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
শাহজাহানপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের নেতৃত্বে মোবাইল কোর্টে নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে চারটি প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লালবাগ এলাকায় একটি দোকান ও একটি নির্মাণাধীন ভবনকে সর্তক করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মাসুদ পাটোয়ারী।