হালুয়াঘাট পৌরসভা নির্বাচন
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন খায়রুল আলম
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
আগামী ১৬ মার্চ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট পৌরসভার নির্বাচন। এবারের পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঁঞা। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়ন প্রাপ্তির বিষয়টি জানানো হয়। এর আগে বিকাল ৪টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসবভনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ২৩ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে হালুয়াঘাট পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে খায়রুল আলম ভূঞা বলেন, গেল বছর আমার সময়ে হালুয়াঘাট পৌরসভা ‘সি’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়। আমি যদি আবারো নির্বাচিত হই তাহলে পৌরসভাকে প্রথম শ্রেণিতে রূপান্তর করব। আমি আশা করি পৌরবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। উল্লেখ্য, ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর হালুয়াঘাট পৌরসভার যাত্রা শুরু হয়। সীমানা জটিলতার কারণে ৪ বছর নির্বাচন কার্যক্রম বন্ধ ছিল। সীমানা জটিলতা কাটিয়ে ২০১৮ সালের ২৯ মার্চ হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. খায়রুল আলম ভূঞা বিজয়ী হয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশনের তথ্যমতে,এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৫৪ জন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং আগামী ১৬ মার্চ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে হালুয়াঘাট পৌরসভার নির্বাচন।