ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন শিক্ষাক্রমে পাঁচ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান

বললেন শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রমে পাঁচ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারা পৃথিবীর নিয়মেই নতুন শিক্ষাক্রমে পাঁচদিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান। শিক্ষাপ্রতিষ্ঠান ক’দিন বন্ধ থাকবে তা একটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমাদের নতুন শিক্ষাক্রমে ৫ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান। প্রধানমন্ত্রী কর্তৃক এটি অনুমোদিত শিক্ষাক্রম। গতবছর আমাদের শিক্ষাক্রমে ছিল ৬ দিন শ্রেণিকক্ষে পাঠদান। যখন বিদ্যুৎ নিয়ে সংকট ছিল তখন সেটাকে আমরা ৫ দিন করেছি। তখনই বলা হয়েছিল যে, এখন বিদ্যুৎ সংকটের কারণে করা হচ্ছে, কিন্তু নতুন শিক্ষাক্রমেও ৫ দিনই শ্রেণিকক্ষে পাঠদান হবে। সারা পৃথিবীতে যে নিয়ম এবং আমাদের দেশের তা। আর তাছাড়া শিক্ষকদেরও ১-২ দিন সময়ের দরকার রয়েছে। তাদেরও একটা বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। তিনি গতকাল বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউজে ২ দিনের সফরে এসে চাঁদপুরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত