হকার পুনর্বাসনে নীতিমালার দাবিতে রেড কার্ড প্রদর্শন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন করাসহ ছয় দফা দাবিতে ‘রেড কার্ড প্রদর্শন’ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর মিরপুর ১০-এর গোল চত্বরে এই কর্মসূচি পালন করেন হকার ও ফুটপাত ব্যবসায়ীরা। ‘লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি’ এবং ‘বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। তাদের অন্য দাবিগুলো হলো- পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করা, হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে তাদের নিবন্ধনের আওতায় আনা, হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পেশাকে ‘অর্থনৈতিক কাজ’ হিসেবে স্বীকৃতি দেয়া, হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি নিশ্চিত করা এবং হকার ও ফুটপাত ব্যবসায়ীদের সর্বজনীন পেনশন সুবিধার আওতায় আনা। হকার সংগ্রাম পরিষদের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইন, লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ভাইস চেয়ারপারসন কামাল সিদ্দিকী, হকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সদস্য সচিব হারুন-উর-রশিদ প্রমুখ। কর্মসূচিতে হকার ও ফুটপাত ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, এদেশে আমাদের কর্ম ও জীবনের নিরাপত্তা নেই, সামাজিক মর্যাদা নেই, স্বার্থ রক্ষার কোনো আইন নেই। অথচ এর বিপরীতে এসব মেহনতী মানুষকে জীবিকা নির্বাহের মেহনত থেকে সরিয়ে দেয়ার মতো মানবতাবিরোধী কিছু আইন আছে, আছে হয়রানি, অত্যাচার, নির্যাতন। সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে হকারদের বৈঠকের দাবি জানিয়ে তারা বলেন, আজ শুধু পুরুষ নয়, হাজার হাজার নারীও সমাজের বাধা-বিপত্তি উপেক্ষা করে জীবিকা নির্বাহের জন্য এই পেশায় যুক্ত হয়েছে। যথাযথ পুনর্বাসনসহ হকাররা যাতে একটি আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে তা এখন দেশের আপামর হকার তথা উপকারভোগী নিম্ন আয়ের মানুষের প্রাণের দাবি। রাজধানী ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনায় এই কর্মসূচি পালন করা হয়।