নারায়ণগঞ্জে কারখানা খুলে দেয়ার দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বে-আইনি লে-অফ ঘোষণার প্রতিবাদে ও কারখানা খুলে দেয়ার দাবিতে সিদ্ধিরগঞ্জের মুনলাক্স অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা কারখানার গেইটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। গতকাল শনিবার শ্রমিকরা কাজে যোগদান করতে এসে কারখানার গেইটে লে-অফ এর নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে তারা দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করেছেন। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক এম এ শাহীন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, মুনলাক্স গার্মেন্টসের শ্রমিক আনোয়ার হোসেন, রাজু আহম্মদ ও সাহারা আক্তার প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে মুনলাক্স গার্মেন্টের মালিক বে-আইনিভাবে কারখানাটি লে-অফ ঘোষণা করেছেন।