যৌন হয়রানির অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ছাত্রী ও তার মাকে যৌন হয়রানির অভিযোগে মো. মামুন (৩১) নামে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শুক্রবার সকালে সিআইডির সাইবার পুলিশের একটি টিম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে অপরাধ সংঘটনে ব্যবহার করা মোবাইলটি জব্দ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় সিআইডি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, সুমি (ছদ্মনাম) দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত শিক্ষক মামুন একই এলাকার স্থায়ী বাসিন্দা এবং এলাকায় টিউশনি করে থাকে। সুমি যখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত সেই সময় গৃহশিক্ষক মামুন পাঠদান করাকালে সুমির অজান্তে তার শরীরের ‘স্পর্শকাতর অঙ্গের’ ছবি মোবাইলে ধারণ করে। এই ছবি প্রকাশের ভয় দেখিয়ে কৌশলে মামুন বিভিন্ন সময় সুমির আরও কিছু বিশেষ ছবি তুলে রাখে। সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভয়ে বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমির অষ্টম শ্রেণির ফল খারাপ হওয়ায় পরিবার মামুনকে গৃহশিক্ষক হতে বাদ দেয়। এরপর থেকে সুমি স্কুলে যাতায়াতের সময় মামুন আগে ধারণ করা ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। সুমি রাজি না হওয়ায় মামুন সুমির পরিবারের ছবি ব্যবহার করে সুমির মায়ের নামে একটি ফেক ফেইসবুক আইডি খোলে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই ফেইসবুক আইডি থেকে মামুন সুমির মায়ের ফেইসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে কুপ্রস্তাব দেয়। সুমির মা মামুনের প্রস্তাবে সাড়া না দিলে সে সুমির ওইসব ছবি পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিতে থাকে। বিভিন্ন সময় অভিযুক্ত মামুন ওই ফেক আইডির ম্যাসেঞ্জার থেকে সুমির মাকে বিভিন্ন ধরনের অশ্লীল ও পর্নো স্থিরচিত্র ও ভিডিও পাঠাতে থাকে। সুমির পরিবার সিআইডির সাইবার পুলিশকে ঘটনাটি জানিয়ে অভিযোগ করলে অনুসন্ধানে সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত মো. মামুনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।