ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সোনাগাজীর ইউপি সদস্যের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ

সোনাগাজীর ইউপি সদস্যের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউপির সদস্য আলী আশরাফ সোহেল ও আমিরাবাদ ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামিমসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ জন সদস্যের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ। উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাখরিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (গাজী নোমান) কর্তৃক বাদী হয়ে সিআর মামলা নং- ০৮/২০২৩ (সোনাগাজী) ০৮/০১/২০২৩ পেনাল কোড ৩৭৯/৩৪ ধারায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী আমলি আদালতে উক্ত মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই ফেনীকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় গত ১৯ ফেব্রুয়ারি ২০২৩ইং পিবিআই ফেনীর কর্মকর্তারা সরেজমিন সোনাগাজীর হাবিব সওদাগরের মিষ্টি দোকান ও রাকিব প্লাজার আশপাশের ঘটনাস্থল পরিদর্শন করেন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ, সাক্ষীদের জিজ্ঞাসাবাদসহ ব্যাপক তদন্ত করেন। এ সময় ঘটনাস্থলে অভিযুক্ত ২ ইউপি সদস্য ও গণমাধ্যম কর্মীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পিবিআই ফেনীর এসআই শহীদুল ইসলাম জানান, আদালত সিআর মামলাটি তদন্তের জন্য পিবিআই ফেনীকে দায়িত্ব দিয়েছেন, সে অনুযায়ী আমরা মামলাটি তদন্ত করছি। ঘটনার বিবরণে জানা যায়, সোনাগাজী পৌরসভার রাকিব প্লাজার ‘ব্লু ড্রিম’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল নোমান (প্রকাশ- গাজী নোমান) প্রতিদিনের ন্যায় ২০২২ সালের ২৩ অক্টোবর দুপুরের দিকে মার্কেটের নিচে ণঅগঅঐঅ ঋতঝঠ২ ১৫০ ঈঈ নামে তার এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল রেখে দোকানে যায়। বিকাল প্রায় ৪টার দিকে দোকান থেকে নেমে নিচে এসে দেখে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ সময় খোঁজখবর নিয়ে না পেয়ে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মোটরসাইকেল চোর ও চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত করেন এবং গাজী নোমান বাদী হয়ে আমিরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া শামিম, পিরোজপুর জেলার সুটিয়াকাঠি এলাকার সামছুল হকের ছেলে মেহেদি হাসান তালুকদার, ফেনী সদর উপজেলার দক্ষিণ ফরহাদ নগরের মৃত আলি আহম্মদের ছেলে মিন্টু মিয়া ও নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত মাস্টার জাফর আহম্মদের ছেলে আলি আশ্রাফ সোহেল মেম্বার এবং বরিশাল জেলার দেরবটি গ্রামের মৃত খালেক মাতব্বরের ছেলে বাদাল মতব্বর ও রনি দাসকে আন্তঃজেলা চোর চক্রের সংঘবদ্ধ সদস্য উল্লেখ করে তাদের আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদী গাজী নোমান জানান, মামলা দায়েরের পর থেকে বিভিন্ন অপরিচিত লোক ও অপরিচিত মোবাইল নাম্বার থেকে তাকে অব্যাহতভাবে হুমকি দিয়ে যাচ্ছে চোর চক্রের সদস্যরা, এতে সে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত