বঙ্গোপসাগর থেকে চার জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

গত শুক্রবার ভোলা জেলার চরফ্যাশন থানাধীন সোনার চর সংলগ্ন-সমুদ্র এলাকায় একটি ডাকাত দল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার এফবি ভাই ভাই নামক একটি ট্রলারের জেলেদের ওপর আক্রমণ করে। আক্রমণে ট্রলারে অবস্থানরত ১৮ জন জেলের মধ্যে ৯ জন জেলে নিখোঁজ হয় এবং বাকি ৯ জন জেলে স্থানীয় জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার হয়। এমন তথ্যের ভিত্তিতে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে নিখোঁজ জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা, বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালি, চরমানিকা ও এইচপিবি তেতুঁলিয়া উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। উদ্ধার অভিযান চলাকালীন অবস্থায় গতকাল রোববার বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার তালতলী থানাধীন ছকিনার খাল এলাকা হতে নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে চারজন জেলে মো. ইয়াছিন মজুমদার, মো. শফিকুল ইসলাম, আবুল কালাম, মো. আব্দুল হাইকে স্থানীয় জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের মধ্যে দুইজন বরগুনা জেলার তালতলী থানাধীন জামুপাড়া গ্রাম এবং অন্য দুইজন বরগুনা জেলার বরগুনা থানাধীন ফুলতলীয়া ও মরখালী গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত সবাইকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করত উন্নত চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের নিমিত্তে কোস্ট গার্ডের উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।