কেরানীগঞ্জে ৭.৫০ একর খাস জমি উদ্ধার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের (দক্ষিণ) আওতাধীন শুভাঢ্যা মৌজায় ৭.৫০ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সল বিন করিম, সহকারী কমিশনার (ভূমি), কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) আমেনা মারজানের নেতৃত্বে খাস জমি উদ্ধারপূর্বক পাকা পিলার স্থাপন করে লাল রং দ্বারা চিহ্নিত করা হয় এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি), আমেনা মারজান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সল বিন করিম জানান, ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় গত মঙ্গলবার সকালে শুভাঢ্যা মৌজার ৬টি দাগে মোট ৭.৫০ একর খাস জমি উদ্ধার করে সরকারের দখলে আনয়ন করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারি খাস জমি উদ্ধারে কোনো ছাড় দেয়া হবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের (দক্ষিণ) কানুনগো একেএম আমিনুল ইসলাম, সার্ভেয়ার মো. জহিরুল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার সোহেল রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রনজিৎ চন্দ্র নাথ প্রমুখ।