সড়কে ছিল না যানজট স্বস্তিতে সাধারণ মানুষ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গতকাল ছিল অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চলছে সরকারি ছুটি। রাজধানীর সড়ক ফাঁকা। ছিল না চিরচেনা সেই যানজট। মানুষ স্বস্তি নিয়েই চলাচল করছে। নির্ধারিত সময়ে যেতে পারছে গন্তব্যে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে এমন দৃশ্য দেখা গেছে। সকালে ফার্মগেট, কারওয়ান বাজান, মহাখালী, বনানী ও গুলশান এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলো অনেকটাই ফাঁকা রয়েছে। কোনো যানজটের সৃষ্টি হয়নি। নিবিঘেœই স্বস্তি নিয়ে গন্তব্যে ফিরছেন সাধারণ মানুষ। কারওয়ান বাজারের বাসিন্দা তুহিন ইসলাম। তিনি বলেন, আমার আত্মীয়ের বাসা বারিধারা এলাকায়। আজ ছুটির দিন থাকায় তাদের বাসায় ঘুরতে যাচ্ছি। রাস্তা ফাঁকা থাকার কারণেই পরিবারের সদস্যদের নিয়ে আজ ঘুরতে বের হয়েছি। মিরপুর এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার। তিনি মগবাজার এলাকায় একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত আছেন। ছুটির দিনেও অফিসে যেতে হয় তাকে। তিনি বলেন, অন্য দিন সকালে মিরপুর থেকে মগবাজার যেতে সময় লাগতো এক থেকে দেড় ঘণ্টা। আজ মাত্র আধা ঘণ্টায় মগবাজার চলে আসছি। সকাল থেকে আমাদের এলাকায় কোনো যানজট ছিল না। যানবাহনের চাপ দেখা যায়নি, বাড্ডা, নতুন বাজার, কুড়িল ও বিমানবন্দর সড়কেও। নেই কোনো যানজট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি কাউকে। বৈশাখী পরিবহনের বাসচালক মোস্তফা মিয়া বলেন, সাভার থেকে নতুন বাজার এলাকায় ছুটির দিন ছাড়া আসতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। কিন্তু আজ মাত্র এক ঘণ্টায় সভার থেকে নতুন বাজারে চলে এসেছেন। তিনি আরও বলেন, রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে যানবাহনের চাপ আছে। কিন্তু সড়কে কোনো যানজট নেই। তাই স্বস্তি নিয়ে গন্তব্য ফিরছেন সাধারণ মানুষ।