ইউক্রেন ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করল পুতিনের ভাষণ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইউক্রেনে চলমান যুদ্ধের এক বছর পূর্তির প্রাক্কালে জাতির উদ্দেশে দেয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, ভাষণে ইউক্রেন যুদ্ধের জন্য পুতিন যেভাবে পশ্চিমা ও কিয়েভকে দায়ী করেছেন তা ‘অযৌক্তিক’। গতকাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেন, কেউ রাশিয়াকে আক্রমণ করছে না। ইউক্রেন বা অন্যদের পক্ষ থেকে এক ধরনের সামরিক হুমকি রয়েছে বলে অযৌক্তিক ধারণা রাশিয়ায় কিছুমাত্রায় বিরাজ করছে।

এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিনিয়র উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বলেছেন, পুতিনের ভাষণ প্রমাণ করছে তার ‘অপ্রাসঙ্গিকতা এবং বিভ্রান্তি’। তিনি বলেছেন, পুতিন জোর দিয়ে বলছেন, রাশিয়া অচলাবস্থায়, কোনো সমাধান নেই এবং থাকবে না। কারণ সব জায়গায় নাৎসি, মঙ্গললীয়রা এবং ষড়যন্ত্র রয়েছে। যুদ্ধের জন্য পশ্চিমা ও কিয়েভকে দায়ী করায় অস্ট্রিয়ায় নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত পুতিনকে ‘মিথ্যাবাদী’ হিসেবে উল্লেখ করেছেন। রুশ পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের সামনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুতিন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক অভিজাতদের ইউক্রেন সংঘাত নিয়ে হালনাগাদ তথ্য তুলে ধরেন। দীর্ঘ ভাষণে তিনি বলেছেন, ‘আমরা এই সমস্যাটি শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলাম। এই কঠিন সংঘাত থেকে বের হতে শান্তিপূর্ণ উপায় নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু আমাদের পেছন পেছন ভিন্ন দৃশ্যকল্প তৈরি করা হচ্ছে।’