ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মজুরি ২০ হাজার টাকাসহ ৮ দাবি হোটেল-রেস্তোরাঁ শ্রমিক লীগের

মজুরি ২০ হাজার টাকাসহ ৮ দাবি হোটেল-রেস্তোরাঁ শ্রমিক লীগের

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকাসহ ৮ দাবি হোটেল-রেস্তোরাঁ শ্রমিক লীগের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকাসহ ৮ দফা দাবি জানিয়েছেন ঢাকা মহানগর হোটেল-রেস্তোরাঁ শ্রমিক লীগ। গতকাল বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দিলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক মালতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, অনেক রেস্তোরাঁয় নানা ধরনের সংকট তৈরি করা হচ্ছে। শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। এসব বন্ধের আহ্বান জানান। তারা বলেন, সামনে রমজান আপনারা শ্রমিক ছাঁটাই করবেন না। তাদেরও সংসার আছে। এ সময় আট দফা দাবি তুলে ধরেন। ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা করা ছাড়াও অন্য দাবিগুলো হলো- হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। প্রতি মাসের ৭ কর্ম দিবসের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে। সব হোটেল রেস্টুরেন্ট, সুইটমিট, বেকারি শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক দিতে হবে। সব হোটেল রেস্টুরেন্ট, সুইটমিট, বেকারি শ্রমিক কর্মচারীদের আইন অনুযায়ী মজুরিসহ সপ্তাহে দেড় দিন ছুটি দিতে হবে। হোটেল রেস্টুরেন্ট, সুইটমিট, বেকারি শ্রমিক কর্মচারীদের জন্য মজুরি বোর্ড পুনর্গঠন করতে হবে। সব হোটেল রেস্টুরেন্ট সুইটমিট, বেকারি শ্রমিক কর্মচারীদের প্রতি বছর ২ ঈদে দুটি উৎসব বোনাস প্রদান করতে হবে। সব হোটেল, রেস্টুরেন্ট সুইটমিট, বেকারি শ্রমিক কর্মচারীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করতে হবে। নারী শ্রমিকদের স্ববেতনে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। শ্রমিক কর্মচারীদের জন্য শ্রম আইন বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত