সমুদ্রবন্দরসহ নৌযোগাযোগ রক্ষায় পদক্ষেপের দাবি জাতীয় কমিটির
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে তিনটি আন্তর্জাতিক সমুদ্রবন্দরসহ নৌযোগাযোগ ব্যবস্থাকে রক্ষায় আগাম কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। একইসঙ্গে সুন্দরবনাঞ্চলসহ সমগ্র উপকূলীয় জনপদকে পরিকল্পিত উন্নয়নের আওতায় এনে এ অভিঘাত থেকে রক্ষার দাবি জানিয়েছে নাগরিক সংগঠনটি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সরকারসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতি এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বঙ্গোপসাগরীয় দেশগুলোর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এছাড়া প্রতি বছর নদীবাহিত বিপুল পরিমাণ পলি জমে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরের চ্যানেলগুলোতে মারাত্মক নাব্য সৃষ্টি হচ্ছে।
এতে বন্দরগুলোর সক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌ-চলাচল ব্যবস্থা সংকুচিত হয়ে আসছে। সেই সঙ্গে সুন্দরবনাঞ্চলসহ সমগ্র উপকূলীয় জনপদে নদীভাঙন ও ভূমিক্ষয় তীব্র আকার ধারণ করছে। এর ফলে হুমকির মুখে পড়ছে উপকূলীয় জনজীবন। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ২০৩০ সাল নাগাদ চট্টগ্রাম, মোংলা ও পায়রা আন্তর্জাতিক সমুদ্রবন্দরের সক্ষমতা হারাবে এবং অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌযোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে।