ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় ৪ মাসে ৭৭২ জন যক্ষ্মা রোগী শনাক্ত

নওগাঁয় ৪ মাসে ৭৭২ জন যক্ষ্মা রোগী শনাক্ত

নওগাঁয় ২০২২ সালের সেপ্টেম্বর হতে ডিসেম্বর পর্যন্ত এই চার মাসে ১৩ হাজার ৩০৬ জনের পরীক্ষা করে ৭৭২ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নওগাঁর স্থায়ী বাসিন্দা রয়েছেন ৩৮২ জন। বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা।

গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানান- নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ। নওগাঁ প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান (বাবলু)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত