ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিজিবি’র অভিযান

যশোরে স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

যশোরে স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

গত ২২ ফেব্রুয়ারি বিজিবি’র খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক জানতে পারেন যে, যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে- তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্সের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রপুর গ্রামের বিলপাড়া নামক স্থানে কালভার্টের উপরে অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পরে বিজিবি টহলদল একটি সাদা রঙের প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল আসতে দেখে। প্রাইভেট কারের মধ্য থেকে দুইজন এবং মোটরসাইকেল থেকে দুইজন মোট চারজন রুদ্রপুর বিলপাড়া নামক স্থানে একত্রিত হয়। ওই ব্যক্তিদের বিজিবি টহলদলের সন্দেহ হলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দুইজন দৌড়ে পালিয়ে যায়। বিজিবি টহলদল অপর দুইজনকে আটক করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত