সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১১, গ্রেপ্তার ৯

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বাজারে বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় এক মাস ধরে পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার বেলির চরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন মান্নান ফকির গং। ওই বালু মহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র গত রোববার সন্ধ্যায় লাল মিয়া মেম্বারের সঙ্গে মান্নান ফকিরের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মান্নানের লোকজন লাল মিয়ার লোকজনের ওপর হামলা চালায়।

একপর্যায়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ১১ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৯ জনকে গ্রেপ্তার করে।

আহতদের পাঁচজনকে ওই রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।