বাংলাদেশ সেনাবাহিনী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ঘর হস্তান্তর

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন কর্তৃক জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ফেরসা এলাকায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ৫ ইউনিট বিশিষ্ট ১০টি সেমিপাকা ব্যারাক হাউস নির্মাণ শেষে অসামরিক প্রশাসনের কাছে গতকাল হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে ৫০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় ব্যারাক হাউজ নির্মাণ করছে। এরই মধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১ পদাতিক ডিভিশন বেশ কিছু ব্যারাক হাউজ সফলতার সঙ্গে নির্মাণ করে অসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।