ঢামেকে রোগীর মৃত্যু
নার্স মারধরের অভিযোগ
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে নার্সরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নার্সসহ আহত হয়েছেন তিনজন। তারা হাসপাতালের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নার্সরা। গতকাল মঙ্গলবার ঢামেক সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ২০৪ নম্বর ওয়ার্ডে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এরপরই রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত নার্সদের ওপর চড়াও হন। রাত ১২টার দিকে হাসপাতালের দরজা, টেবিল ও ওষুধের ট্রলিসহ বেশকিছু জিনিসপত্র তারা ভাঙচুর করেন। পরে বৃদ্ধার মরদেহটি ছাড়পত্র ছাড়াই জোর করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওইসময় আনসার ও পুলিশ সদস্যরা তাদের বাধা দেন।