ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিষাক্ত জেলি দেয়া ৩৭০০ কেজি চিংড়ি পোড়াল কোস্ট গার্ড

বিষাক্ত জেলি দেয়া ৩৭০০ কেজি চিংড়ি পোড়াল কোস্ট গার্ড

রাজধানীর পোস্তগোলায় বিষাক্ত জেলি পুশ করা ৩ হাজার ৭০০ কেজি চিংড়ি জব্দের পর সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিনগত রাতে পোস্তগোলা ব্রিজ-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩ হাজার ৭০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। এ সময় চিংড়িগুলোর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন। তিনি জানান, কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও উপসহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা চিংড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত