ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৬ রোগী

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৬ রোগী

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরো ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে মোট ৩৯ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এই সময় নতুন করে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৯ জনেই স্থির আছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরো ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত