রাজাপুরে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধূর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া ঈদগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূর নাম নাজমিন মিম (১৮)। সে উত্তর তারাবুনিয়া এলাকার মো. আসাদ হাওলাদার শান্তর স্ত্রী ও শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকার মো. দেলোয়ার হাওলাদারের মেয়ে। আত্মহত্যাটি রহস্যজনক মনে করে লাশ ময়না তদন্তে পাঠিয়ে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। গৃহবধূর স্বামী আসাদ হাওলাদার শান্তকে (১৮) জিজ্ঞাবাদ করতে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। স্থানীয়রা জানান, আসাদ ও নাজমিন মিম তারাবুনিয়া এলাকায় স্থানীয় কালাম নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতো। তাদের মধ্যে পারিবারিক কলোহে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন দুপুরে দোকান থেকে ডিম ক্রয় করতে যায় আসাদ। ফিরে এসে আসাদ ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকা ডাকি করে। পরে জানালা থেকে নাজমিন মিমকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে নাজমিন মিমকে উদ্ধার করে বিকাল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে আসাদ। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাজমিন মিমকে মৃত ঘোষণা করে। মৃতের মা ছালেহা বেগম জানান, ৭ মাস পূর্বে আমাদের অমতে তারা বিয়ে করে। আমরা এখনও তাদের সম্পর্ক মেনে নিইনি। আজ শুক্রবার দুপুরে হঠাৎ মোবাইল ফোনে জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে, তা এখনো বলতে পারি না। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার (আজ) সকালে লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। মৃতের স্বামী আসাদকে জিজ্ঞসাবাদ করতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।