টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন হোচকার খাল প্যারাবন এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে গতকাল আনুমানিক ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনে বিসিজি স্টেশন টেকনাফ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন হোচকার খাল প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে লোকালয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোঁপের মধ্য থেকে অভিনবভাবে লুকানো অবস্থায় ১০টি সাদা রংয়ের বস্তা থেকে ১ হাজার ১৯৮ ক্যান বিয়ার জব্দ করে।
অপরদিকে, গতকাল আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মাওয়া মুন্সীগঞ্জ জেলার, পদ্মা উত্তর থানাধীন, লৌহজং উপজেলার পদ্মা ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় খুলনা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৯ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। অভিযানের সময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বিয়ার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ফেলা হয়।