ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাড়বে ব্যবসায়িক সহযোগিতা

এবার ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো

এবার ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো

কয়েক দিন আগে ঢাকায় দূতাবাস খুলেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। এবার একই অঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ দেশ মেক্সিকোর পক্ষ থেকে ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা এলো। চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে দেশটির দূতাবাস খোলার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ঢাকায় দেশটির দূতাবাস খোলার ঘোষণা দেয়। ঘোষণায় মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্রসচিব মার্সেলো এব্রার্ড এবং এ বছর তিনি এ বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস খোলার ঘোষণা দেন।

গত ৩১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস লোফতে।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১৭০ মিলিয়নের দেশটি বর্তমানে মধ্য এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মেক্সিকো বাংলাদেশের সঙ্গে ব্যবসা সহযোগিতা বাড়াতে আগ্রহী, বিশেষ করে ওষুধ, কৃষি এবং প্রযুক্তি খাতে।

মেক্সিকোর ঢাকায় দূতাবাস খোলার বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রণালয় ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে। মেক্সিকো এ বছরের সেকেন্ড হাফে দূতাবাস খুলবে। লাতিন আমেরিকার দেশটির বাংলাদেশে মনোযোগের কারণ বা দেশটির সঙ্গে কোনো বিষয়গুলোতে বাংলাদেশ কাজ করতে পারে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, বাংলাদেশকে একটা রাইজিং পাওয়ার হিসেবে দেখছে মেক্সিকো। যার কারণে লাতিন আমেরিকার দেশটি বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। তারা বুঝতে পারছে, বাংলাদেশ একটি বড় মার্কেট; এখানে তাদের কাজ করার সুযোগ রয়েছে।

তিনটি খাত বিশেষ করে ওষুধ, কৃষি এবং প্রযুক্তি খাতে দেশটির আগ্রহের কথা জানান এ কর্মকর্তা। বলেন, ফার্মাসিউটিক্যালে তাদের আগ্রহ রয়েছে। আইসিটি সেক্টর নিয়েও তাদের প্রচুর আগ্রহ। মেক্সিকোতে সাধারণত আইসিটি সেক্টর খাতটি ভারতীয় এবং যুক্তরাষ্ট্র ডমিনেট করছে। মেক্সিকো চাইছে ভারত বা যুক্তরাষ্ট্র থেকে কমিয়ে আমাদের এখান থেকে ফ্রিল্যান্সার নিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত