ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় ও বেসরকারি পর্যায়ের স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় ও বেসরকারি পর্যায়ের স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল শনিবার এনহ্যান্স এমারজেন্সি রেসপোন্সেস থ্রো সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক প্রোটেকশন ফর আরবান স্লাম ডুয়েলার্স ফর এড্রেসিং নিউ নরমাল সিচ্যুয়েশন অব কোভিড-১৯ (রেসকিউ) প্রকল্পের সহযোগিতায় ইএসডিও ঢাকা অফিস, আদাবরে জাতীয় ও বেসরকারি পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে হোটেল/রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পানি পরিবেশনের জন্য গ্লাস ক্যারিয়ার ব্যবস্থার প্রচলনবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ১২টি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধি অংশগ্রহণ করে তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং কোনো ধরনের গ্লাস ক্যারিয়ার রাজশাহীতে প্রচলন করা যায় সে বিষয়ে মতামত ব্যক্ত করেন। কর্মশালায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর প্রতিনিধি অটল কুমার মজুমদার, অ্যাডভাইজার এবং মুসলিম এইড-ইউকে, বাংলাদেশ ফিল্ড অফিসের প্রতিনিধি কবির আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার, মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়া কর্মশালায় অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ও ইএসডিও’র রেসকিউ প্রকল্পের প্রতিনিধিরা। কর্মশালাটি সঞ্চালন করেন জমারুফ আহ্মেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর, ইএসডিও রেসকিউ প্রকল্প। জঊঝঈটঊ প্রকল্পটি ঈষরসধঃব ইৎরফমব ঋঁহফ (ঈষরসধঃব ইৎরফমব ঋঁহফ হলো একটি ট্রাস্ট ফান্ডের মাধ্যমে জার্মানি সরকারের সহায়তায় ব্র্যাক দ্বারা প্রতিষ্ঠিত) এর আর্থিক সহায়তায়, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কারিগরি সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের পাঁচটি ওয়ার্ডে বাস্তবায়ন করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত