বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম
বিসিবির ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আজাহার আলী, বগুড়া
বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তর এবং বিসিবির ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকালে বগুড়া শহরের সাতমাথায় বগুড়াবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বগুড়ার ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেয়। বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক মুকুল ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তারা বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ তুলে স্টেডিয়াম থেকে বিসিবির কার্যক্রম গুটিয়ে নেয়া হঠকারী এক সিদ্ধান্ত। বিসিবির হাস্যকর এই সিদ্ধান্ত বগুড়ারবাসীর জন্য লজ্জার। বগুড়া থেকে মুশফিকুর রহিম, শফিউল সুহাস, তৌহিদ হৃদয়, তামিমের মতো খেলোয়াড় তৈরি হয়েছে সেই বগুড়ার চান্দু স্টেডিয়ামের প্রতি শুরু থেকে বিসিবির বিমাতাসুলভ আচরণ করে আসছে। বগুড়ার স্টেডিয়াম আন্তর্জাতিক যেকোনো ভেন্যুর মতোই মানসম্মত। যদি অবিলম্বে বগুড়ার চাঁন্দু স্টেডিয়ামে বিসিবি তাদের কার্যক্রমসহ আন্তর্জাতিক ভেন্যু চালু না করে তাহলে লংমার্চ করা হবে। দ্রুতই এই ভেন্যুতে আন্তর্জাতিক খেলা বিসিবিকেই ফিরিয়ে দিতে হবে।’ ক্রীড়া সংগঠককে এম মাহবুব জিয়নের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, জেলা ক্রিকেটার্স ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) দ্বন্দ্বের বলি হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম। এ ঘটনার পর স্টেডিয়ামটিতে বিসিবি আর কখনো ক্রিকেট ম্যাচ আয়োজন করবে কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিসিবি এবং জেলা ক্রীড়া সংস্থার এই দ্বন্দ্বে বগুড়ার ক্রীড়াবিদ, সংগঠকসহ ক্রিকেটপ্রেমীরা হতাশ। বিসিবির এই সিদ্ধান্তে বগুড়ায় উদীয়মান ও নবীন ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন।