ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিরাজগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গত রোববার সন্ধ্যার দিকে উপজেলার চরটেংরাইল কবরস্থান থেকে আলোকদিয়ার পর্যন্ত, হায়দারপুর কালভার্ট হতে টেংরাইল ঈদগাহ মাঠ ভায়া পেছর পাড়া পর্যন্ত রাস্তা উন্নয়ন ও হায়দারপুর হতে শ্যমপুর সড়ক পর্যন্ত রাস্তা উন্নয়নসহ কড্ডা-কামারখন্দ-বেলকুচি (তামাই) সড়কের ৪ কিলোমিটার হায়দারপুর কালভার্ট নির্মাণ কাজের ভিত্তি স্থাপন এবং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। পরে স্থানীয় স্কুল মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো উন্নয়ন মডেল সরকার। উন্নত সমৃদ্ধি দেশ গড়ার কারিগর ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। বিএনপি জামায়াত উন্নয়নে বিশ্বাসী নয়। তারা করে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা ও লুটপাট করে। তারা কোনো উন্নয়ন করেনি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ্ সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান চাঁদ, আনোয়ার হোসেন খান, জয়নাল আবেদীন মণ্ডল, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, অ্যাডভোকেট আব্দুল লতিফ, ফয়সাল আহমেদ, রশিদ আকন্দ, এসএম সারোয়ার হোসেন, তাহমিনা ওয়াজেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, জেলা পরিষদের সদস্য একরামুল হক, ছাত্রলীগ নেতা আহসান হাবীব খোকা প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত