সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচনে ভোট আজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট প্রতিনিধি

সরাসরি ভোটের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন করা হবে। আজ শুক্রবার সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠেয় কাউন্সিলে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলররা। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এ ৩টি পদে ভোট গ্রহণ করা হবে। তিন পদে লড়ছেন ৮ প্রার্থী। ভোটের মাধ্যমে ১ হাজার ৯১৭ জন কাউন্সিলর বেছে নেবেন নতুন নেতৃত্ব। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি এসব তথ্য জানান। তিনি জানান, সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ৯টায়, চলবে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয় অধিবেশনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। দলীয় সূত্র জানায়, তিন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ প্রার্থীর মধ্যে সভাপতি পদে লড়ছেন দুই প্রার্থী। তারা হলেন, সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএমএ জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও এনামুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান কয়েস লোদী নজিবুর রহমান নজিব, মঈনউদ্দিন সুহেল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী ও মহবুব চৌধুরী উপস্থিত ছিলেন।