ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইডিয়ালের গভর্নিং বডি থেকে আশরাফের পদ বাতিল দাবি

আইডিয়ালের গভর্নিং বডি থেকে আশরাফের পদ বাতিল দাবি

অভিভাবকত্ব না থাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি থেকে গোলাম আশরাফের সদস্য পদ বাতিল দাবি করেছে অভিভাবক ফোরাম। গতকাল এক যুক্ত বিবৃতিতে শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরামের চেয়ারম্যান ফাহিম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. রোস্তম আলী এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মহিলা শাখার শিক্ষার্থী ফামিন ফেরদৌসী (পিতা- গোলাম আশরাফ তালুকদার, মাতা-কামরুন নাহার) শিক্ষাবর্ষ (২০২০-২১), শাখা- ১, বিজ্ঞান বিভাগ, রোল-৭, ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বর্তমানে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানে তার ছাত্রীত্ব না থাকার কারণে পিতা গোলাম আশরাফের অভিভাবকত্ব থাকে না। অভিভাবকত্ব না থাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে তিনি থাকতে পারেন না।

তারা বলেন, বর্তমান গভর্নিং বডির মেয়াদ ১৫ নভেম্বর পর্যন্ত রয়েছে। ২০০৯ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষানুরাগী হিসেবে মনোনয়নে আবার কখনো নির্বাচনের নামে পাতানো খেলায় একাধারে ১৫ বছর যাবৎ গোলাম আশরাফ এই শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত