ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহের জনসভার বার্তা কী হবে জানালেন ওবায়দুল কাদের

ময়মনসিংহের জনসভার বার্তা কী হবে জানালেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগে আমদের যে ইশতেহার ঘোষণা করা হয়েছিল, তার বেশিরভাগ বাস্তবায়ন করেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই- এটাই হবে ময়মনসিংহের জনসভার মূল বার্তা।’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের আমলে ময়মনসিংহে ব্যাপক উন্নয়ন হয়েছে, যেদিকে তাকাই সেদিকেই শুধু উন্নয়ন আর উন্নয়ন। এখন শেখ হাসিনার প্রায়োরিটি (অগ্রাধিকার) হচ্ছে দেশের মানুষকে বাঁচানো। এখন আর উন্নয়ন না, এখন দেশের মানুষকে বাঁচাতে হবে। আজকে বিশ্ব সংকটের কারণে এবং প্রতিক্রিয়ায় বাড়তি দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। সেই লোকগুলোকে ভালো রাখার জন্যই তাদের জীবনে স্বস্তি বয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।’ আজ ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে জনসভায়স্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সংকট, সমাধান ও সমস্যার কথা বলবেন। সেই সঙ্গে উত্তরণের কথাও বলবেন। ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগ ও নৌকার ঘাঁটি। আওয়ামী লীগকে জয়লাভ করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর সমর্থন চাইবেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত