ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গ্রাম পুলিশদের জাতীয়করণ বাস্তবায়নের দাবি

গ্রাম পুলিশদের জাতীয়করণ বাস্তবায়নের দাবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শাসনামলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের আদেশ দিয়েছিলেন। তবে বঙ্গবন্ধুর সেই আদেশ বাস্তবায়নে আজও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ গ্রাম পুলিশের কর্মকর্তারা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের আদেশ বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের আদেশ দেন, যা ১৯৭৬ সালে পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি জেলায় পাঠানো হয়। জাতির পিতার সেই আদেশমূলে জারি করা গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের পরিপত্রটি আজও বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর সেই জাতীয়করণের আদেশ বাস্তাবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রায় ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ দেশে প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন। অথচ আমাদের কোনো অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই। বঙ্গবন্ধু ঘোষিত জাতীয়করণের পরিপত্র নিয়ে আমরা দ্বারে দ্বারে ঘুরছি। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের জাতীয়করণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর মহাসচিব এমএ নাসের বলেন, ১৯৭৫ থেকে আজ পর্যন্ত আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের বিধিমালা পর্যন্ত পরিবর্তন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়- গ্রাম পুলিশের জন্য জাতির জনকের ঘোষিত বেতন স্কেল আজো বাস্তবায়ন হয়নি। কয়েক মাস আগে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলাম। তারপর এই ব্যাপারে জেলা প্রশাসকের সম্মেলনেও আলোচনা হয়। কিন্তু সেটাও আজ অবধি কার্যকর হয়নি, যার কারণে আজকে আমাদের এই মানববন্ধন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন গ্রাম পুলিশরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান কমান্ডার মো. মোস্তফা কামাল ও মহাসচিব কমান্ডার এমএ নাছেরসহ আরো অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত