সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারের সময় চুরি হওয়া পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গত সোমবার ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, গত রোববার রাতে উত্তর বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা সিএনজি চোরচক্রের সদস্য। তারা ঢাকা শহরে বিভিন্ন এলাকায় যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় ওঠে। কিছু দূর যাওয়ার পর তারা চালককে অজ্ঞান করে বা জোর করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সিএনজি অটোরিকশা নিয়ে চলে যেত। এছাড়াও অনেক সময় রাস্তার পাশে সিএনজি রেখে চালক ওয়াশরুমে গেলে তারা নকল চাবি দিয়ে সিএনজি অটোরিকশা চুরি করত। কখনো কখনো তারা চালকের মোবাইল ফোনও ছিনিয়ে নিত। সিএনজি অটোরিকশা ছিনিয়ে নেয়ার পর চোরচক্র সিএনজি মালিকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করত।