ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বারিতে কৃষকদের জৈব বালাইনাশক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বারিতে কৃষকদের জৈব বালাইনাশক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

গত রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর কীটতত্ত্ব বিভাগ কর্তৃক মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষ্যে ৭০ জন কৃষকের মাঝে পরিবেশ সম্মত উপায়ে ক্ষতিকর পোকামাকড় দমনের বিভিন্ন উপকরণ যেমন ফেরোমন ফাঁদ ও বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ওয়াহিদা আক্তার, সচিব, কৃষি মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএআরআই-এর পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকার। প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে বর্তমান কৃষিবান্ধব সরকারের সবার জন্য পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যকে সামনে রেখে ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য বিষাক্ত রাসায়নিক কীটনাশকের অপব্যবহার পরিহার করে পরিবেশ সম্মত জৈব বালাইনাশক ভিত্তিক দমন ব্যবস্থাপনার পদ্ধতিসমূহ মাঠে প্রয়োগের জন্য উপস্থিত কৃষকদের প্রতি আহ্বান জানান। তিনি মাঠ পর্যায়ে জৈব বালাইনাশক সহজলভ্য করা এবং ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য কার্যকর ও অর্থনৈতিকভাবে লাভজনক জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের গবেষণা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত